
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:
‘শিক্ষকতা একটি মহান পেশা’—এই মূলমন্ত্রকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত।
অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম (ভা:), সহকারী শিক্ষা কর্মকর্তা শীতেষ চন্দ্র পাল, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা শাহীনুর আলম, একাডেমিক সুপারভাইজার তারিকুল ইসলাম,কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম প্রমূখ।
এ সভায় শিক্ষকরা তাদের পেশাগত দাবি-দাওয়ার বিষয়েও বক্তব্য রাখেন। তারা বলেন, শিক্ষকদের সামাজিক মর্যাদা, সুযোগ-সুবিধা এবং পেশাগত উন্নয়নের ক্ষেত্রে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ প্রয়োজন। পাশাপাশি শিক্ষার মান উন্নয়ন, বেতন-ভাতা বৃদ্ধি ও স্কুলের পরিকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন দাবির প্রতি সরকারের নজর আকর্ষণ করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, শিক্ষকরাই জাতির পথপ্রদর্শক। সমাজ পরিবর্তন, মানবিক মূল্যবোধ গঠন এবং উন্নত বাংলাদেশ গড়ার মূল কারিগর শিক্ষকরা। তাই তাঁদের যথাযথ সম্মান ও মর্যাদা প্রদানের মধ্য দিয়েই আগামী প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব।
© All rights reserved © 2023
Leave a Reply