
মোহাম্মদ রাসেল;(ইটনা,মিটামইন,অষ্টগ্রাম)কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের রাজী ব্রিজ সংলগ্ন এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আব্দুল কুদ্দুস (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায় গত শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে নিহত আব্দুল কুদ্দুস(৬০) উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা। তিনি তাড়াইল উপজেলার এক আত্মীয়ের বাড়িতে বৌভাত অনুষ্ঠানে অংশ নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রাজী ব্রিজ সংলগ্ন এলাকায় কিছু বখাটে ছেলরা বৌভাত ফেরত মেয়েদের নিয়ে অশালীন,কুরুচিপূর্ণ মন্তব্য করে। এতে প্রতিবাদ জানালে কয়েকজন যুবক মিলে এলোপাতাড়ি আক্রমণ করেন।
এ সময় আব্দুল কুদ্দুস মারাত্মক আহত হন। পরে তাঁকে দ্রুত তাড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।এ ঘটনায় আরো দুইজন চিকিৎসাধীন আছে বলে জানিয়ছেন পরিবারের লোকেরা।
ইটনায় থানার ওসি জাফর ইকবাল ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এব্যাপারে ইটনা থানায় খুনের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
© All rights reserved © 2023
Leave a Reply