
সাইফুল ইসলাম ধর্মপাশা(সুনামগঞ্জ) প্রতিনিধি।
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেছেন। তাঁর অনুপস্থিতিতে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য জিয়াউদ্দিন আহমেদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসনের জারি করা এক অফিসিয়াল আদেশ অনুযায়ী, ৩ আগস্ট ২০২৫ (রোববার) থেকে ১৪ আগস্ট ২০২৫ পর্যন্ত জিয়াউদ্দিন আহমেদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
এই দায়িত্ব পেয়ে জিয়াউদ্দিন আহমেদ বলেন,
“ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার স্যারের নির্দেশক্রমে আমি দায়িত্ব নিয়েছি। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যেন সৎ, ন্যায়ের পথে থেকে জনগণের সেবা করতে পারি। আমি এমন কিছু করব না যাতে কারও মনে কষ্ট হয়। পাইকুরাটির জনগণের কল্যাণে আমি সদা প্রস্তুত।”
এসময় ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় নাগরিকরা ফুলের মালা দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
৪নং ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম মেম্বার বলেন,
“জিয়াউদ্দিন ভাই দীর্ঘদিন ধরে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি অভিজ্ঞ, সৎ ও দায়িত্ববান। আমরা আশাবাদী তিনি এ সময়ের মধ্যেও সেই দক্ষতা ও নিষ্ঠার পরিচয় রাখবেন।”
স্থানীয়রা জানিয়েছেন, জিয়াউদ্দিন আহমেদ একজন জনবান্ধব, নিরহংকার ও কর্মঠ জনপ্রতিনিধি হিসেবে পরিচিত। তাঁর এই দায়িত্ব গ্রহণে ইউনিয়নের নাগরিকদের মধ্যে স্বস্তি ও আশাবাদ লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, পাইকুরাটি ইউনিয়ন পরিষদের সাধারণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এধরনের দায়িত্ব হস্তান্তর একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া, যা সময় ও প্রয়োজন অনুযায়ী কার্যকর করা হয়।
© All rights reserved © 2023
Leave a Reply