শেখ সাদি সুমন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতি নিধি
বিগত ২৭ জানুয়ারি ২০২৫ তারিখে মোঃ আব্দুর রাজ্জাক নামক একজন গ্রাহক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ে একটি অভিযোগ দায়ের করেন যে তিনি শৈশব ফ্যাশনস লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া হতে তার সন্তানের জন্য একটি ফ্রক ক্রয় করেন। ভ্যাটসহ সের্বাচ্চ খুচরা মূল্য ২৬৯৫ টাকা উল্লেখ থাকলেও ১৫% হিসেবে তার নিকট হতে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। এ বিষয়ে আজ ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ে উভয় পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে অভিযুক্ত প্রতিষ্ঠান তার সফটওয়্যার গত ভুলের কারণে অতিরিক্ত অর্থ আদায় হয়েছে মর্মে জানান। অভিযুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধির অপরাধ স্বীকারোক্তির প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১৫,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। আইন অনুযায়ী অভিযোগকারী প্রণোদনা হিসাবে ১৫,০০০/- টাকার ২৫ শতাংশ ৩৭৫০ টাকা প্রদান করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
© All rights reserved © 2023
Leave a Reply