ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।
সুনামগঞ্জের ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়নে ভাট গাও গ্রামের সামনে থাকা ফসিল জমি থেকে বেকু দিয়ে অবৈধ ভাবে মাটি উত্তোলন ও আবাদি জমি নষ্ট করার অপরাধে শনিবার দুপুর (১৫ফেব্রুয়ারি)১২ টায় থেকে বিকাল ৩ টা পর্যন্ত চলা অভিযানে আপন সরকার (২২) মৌলা মিয়া(৪৪) নামে দুই ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দন্ড পাওয়া আপন সরকারের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হালিতলা গ্রামে এবং মৌলা মিয়ার বাড়ি ধর্মপাশার ভাট গাঁও গ্রামে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলার নির্বাহী কর্মকর্তা জনি রায় ২০২৩ সালের বালু মহাল ও মাটি ব্যবস্থপনা আইনে আপন সরকার কে ৫ দিন ও মৌলা মিয়া কে ১০ বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং বেকু ও লরি গাড়ি জব্দ করা হয়েছে।
ধর্মপাশা থানার এসআই বাবলু রহমান খান বলেন, ভ্রাম্যমাণ আদালতে পৃথক মেয়াদে দন্ডপ্রাপ্ত দুইজনকেই কারাগারে পাঠানোর হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, ফসলি জমি থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলন করে বিক্রি কথা স্বীকার করেন।
তাই পৃথকভাবে তাদের সাজা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জব্দ কৃত বেকু ও লরি স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© All rights reserved © 2023
Leave a Reply