লিয়াকত হোসেন জনী মধুপুর, টাঙ্গাইল প্রতিনিধি :
মধুপুরে গত ১২ ফেব্রুয়ারি স্থগিত হওয়া লালন স্মরণোৎসবের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।সমঝোতা অনুযায়ী আগামী ২৩ ফেব্রুয়ারি রবিবার লালন স্মরণোৎসব’২০২৫ অনুষ্ঠিত হবে। নতুন স্থান হিসাবে মধুপুর অডিটোরিয়ামে এই অনুষ্ঠান স্থল নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
শুক্রবার ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক সমঝোতা বৈঠকে এই সিদ্ধান্ত গৃহিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, ক্যাম্প কমান্ডার মেজর শোয়েব, উপজেলা বিএনপি’র সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর লালন সংঘের সভাপতি ফরহাদ হোসেন তরফদার, সাধারণ সম্পাদক গৌতম চন্দ্র সাহা, অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক মো. সবুজ মিয়া, ইসলামী দল গুলোর পক্ষে উপজেলা হেফাজতের সভাপতি মুফতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাও. মাহমুদউল্লাহ, কারী মোদাচ্ছের হোসেন, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মি এস.এম শহীদ, আনোয়ার সাদাৎ ইমরান, মেজবাহ উদ্দিন আহমেদ, আব্দুল হামিদ, বাবুল রানা, লিটন সরকার প্রমুখ।
উল্লেখ্য, মরমী কবি লালন সাঁইজির ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে মধুপুর লালন সংঘ গত ১২ ফেব্রুয়ারি মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় লাল স্মরণোৎসব ২০২৫’ আয়োজন করে। ইসলামিক কয়েকটি দলের বাধায় অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়। অনুষ্ঠান স্থগিত করার পর বিষয়টি সংবাদ মাধ্যমে প্রচারিত হয়। তারপর উপজেলা প্রশাসন এবং মধুপুর বিএডিসি ক্যাম্পে স্থাপিত সেনা ক্যাম্প থেকে বিষয়টি সমাধানের উদ্যোগ নেয়া হয়। অবশেষে উভয় পক্ষের উপস্থিতিতে সমোঝোতার মাধ্যমে অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয় এবং ২৩ ফেব্রুয়ারি নতুন তারিখ নির্ধারণ করা হয়। এতে মধুপুর হেফাজতে ইসলাম প্রতিশ্রুতি দেয় অনুষ্ঠান আয়োজনে তারা কোন বাঁধার সৃষ্টি করবে না। মধুপুর লালন সংঘের নেতৃবৃন্দের পক্ষ থেকে জানানো হয় বিতর্কিত বক্তব্য, তথ্য ও কোনো সঙ্গীত উপস্থাপিত হবে না।
© All rights reserved © 2023
Leave a Reply