বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুর উপজেলা স্কাউটস এর আয়োজনে চার দিন ব্যাপী ২৬ তম বিরামপুর উপজেলা স্কাউটস সমাবেশ -২০২৫ মহাতাবু জলসা এর উদ্বোধন করা হয়েছে। বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার ( ১৩ই ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ ঘটিকায় উপজেলা স্কাউটস এর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এ স্কাউটস সমাবেশের মহাতাবু জলসা এর শুভ উদ্বোধন করেন। প্রোগ্রাম চীফ মশিউর রহমানের সঞ্চালনায় এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফার রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, দিনাজপুর জেলা স্কাউটের সাধারণ সম্পাদক ও দিনাজপুর যুবলী স্কুলের সহকারী প্রধান শিক্ষক আকরাম হোসেন, দিনাজপুর জেলা স্কাউটের কোষাধক্ষ্য মশিউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লাইলা, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, রামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার মতিন,বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল, বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিনিধি বাদশা মোঃ নাজ্জাসী, উপজেলা স্কাউটস কমিটির নেতৃবৃন্দ সহ শিক্ষক ও স্কাউটের সদস্যবৃন্দ, দলনেতা উপস্থিত ছিলেন।
স্কাউট সমাবেশের মহাতাবু জলসা এর উদ্বোধন কালে উপজেলা স্কাউটস এর সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন বলেন, তারুণ্যের উৎসবে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্কাউটদের প্রতি আহ্বান জানান। এছাড়াও তিনি আরো বলেন, আজকের ছাত্র ছাত্রী আগামী দিনের ভবিষ্যৎ তারা দেশ উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে, স্কাউটদের সততা ন্যায়পরায়ণতা যা দেশ ও জাতি গঠনে সহায়তা করবে।
উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক ও মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল ইসলাম জানান, ১১ ফেব্রুয়ারী থেকে ৪ দিনব্যাপী ২৬-তম উপজেলা স্কাউটস সমাবেশের মহাতাবু জলসা সহ পরের দিন সকাল দশটায় স্কাউটস সমাবেশে অংশগ্রহণ কারী স্কাউটদের সনদপত্র সহ পুরস্কার বিতরণ করা হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply