আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (১২ ফেব্রুয়ারি/২৫) দুর্নীতি-অনিয়ম ও অর্থআত্মাসাতের অভিযোগে মোজাফফর আলী ফকির উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিনের অপসারণের দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেয়। এঘটনায় প্রতিষ্ঠানের সভাপতি ইউএনও এম সাজ্জাদুল হাসানের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।
এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন বলেন, শিক্ষকরা নিয়মিত ক্লাসে যায় না, চা’র দোকানে আড্ডা দেন। ক্লাস করানোর কথা বলায় শিক্ষকরা শিক্ষার্থীদের নিয়ে ষড়যন্ত্র করছে।
বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. আব্দুল হাই, মো. জিয়াউর রহমান, মো. রমজান আলী, সহকারী শিক্ষক মো. গোলাম ফকির, দিলোয়ারা আক্তার শিলা, জাহানারা ইয়াসমিন, গৌরী রানী নাথ ও শাহ মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত অভিযোগ ইউএনও বরাবরে দায়ের করেন। অভিযোগে তারা বলেন, শ্রেণি শিক্ষকদের নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে অশালীন ভাষায় বেয়াদপ ও অযোগ্য, নিচু জাতের লোক বলে গালি দেন। এসবের প্রতিবাদ করলে, তিনি (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) বলেন থাপ্পর মের স্কুল থেকে বের করে দিবো। এছাড়াও বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব, শিক্ষকদের ২০২১সনের জুন মাসের সরকারি বকেয়া বেতন ও ঈদুল আযহার উৎসব ভাতা দিচ্ছেন না। এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত প্রধান বলেন, নিয়মিত কমিটি না থাকায় বকেয়া বেতন উত্তোলন করা সম্ভব হচ্ছে না।
এসব অভিযোগ প্রসঙ্গে ম্যানেজিং কমিটির সভাপতি ইউএনও এম সাজ্জাদুল হাসান বলেন, বিদ্যালয়ের অচলাবস্থা নিরসনের জন্য উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল রায়কে পাঠানো হয়েছে। অভিযোগ তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply