জেলা প্রতিনিধি, পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকিতে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৪ পালন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন, উপজেলা নির্বাহী অফিসার এর নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড), নুসরাত জাহান, অফিসার ইন চার্জ মো: জাকির হোসেন ও উপজেলার অন্যান্য কর্মকর্তা গণ, দুমকি থানার পক্ষে অফিসার ইন চার্জ মো: জাকির হোসেন এর নেতৃত্বে অন্যান্য পুলিশ সদস্য,
এরপর পুস্পস্তবক অর্পণ করেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রশাসক ও নির্বাহী অফিসার মো: শাহীন মাহমুদ এবং মুক্তিযোদ্ধা কমান্ডের অন্যান্য সদস্যবৃন্দ, পর্যায়ক্রমে উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, উপজেলা জামায়াতে ইসলামির পক্ষে আমির মাওলানা জালাল আহমেদ, দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে ডা. মীর শহিদুল হাসান শাহীন, সরকারি জনতা কলেজ, লুথর্যান হেলথ কেয়ার , বেসরকারি মাধ্যমিক স্কুল ও কলেজের নেতৃবৃন্দ, দুমকি প্রেসক্লাব, প্রেসক্লাব দুমকিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।সকাল সাড়ে ৮টায় জাতীয় পতাকা উত্তোলন করেন, দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ ও দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন। সকাল ৯টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে দেশীয় পন্যের উপর ৬টি স্টলে বিজয় মেলা অনুষ্ঠিত হয়। উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজ মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। বিভিন্ন সরকারি, বেসরকারি হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। এছাড়াও দুমকি উপজেলা বিএনপি এক বিশাল বিজয় র্যালী ও আনন্দ শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভার আয়োজন করে।
© All rights reserved © 2023
Leave a Reply