1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দৈনিক যুগান্তরের দেশসেরা হলেন তিন সাংবাদিক! - Stbanglatv.com
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন

দৈনিক যুগান্তরের দেশসেরা হলেন তিন সাংবাদিক!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩০ Time View

 

 

আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-

দেশ সেরা সংবাদ সম্মাননা পাাচ্ছেন দৈনিক যুগান্তরের তিন সাংবাদিক। তারা হলেন বরিশালের ব্যুরো প্রধান আকতার ফারুক শাহীন, কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিন ও ময়মনসিংহের গৌরীপুরের যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জুড়িবোর্ড ২০২৪সনের ১০টি দেশসেরা প্রতিবেদনের জন্য তাদেরকে এ সম্মাননা মনোনীত হন। রোববার (১৫ ডিসেম্বর/২৪) বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর দেশসেরা ১০জনের তালিকা ঘোষণা করেন। সম্মাননা মনোনীত অন্যরা হলেন বিটিভির নীলফামারী জেলা প্রতিনিধি মো. নুর আলম, যমুনা টেলিভিশনের মানিকগঞ্জের সিনিয়র স্টাফ রিপোর্টার বিএম খোরশেদ, দৈনিক সমকালের মাদারীপুর জেলা প্রতিনিধি ফরিদ উদ্দিন মুপ্তি, এটিএন বাংলা’র জার্মান প্রবাসী সাংবাদিক খান লিটন, দৈনিক সময়ের আলো’র রাজশাহী ব্যুরো প্রধান শফিকুল ইসলাম, প্রথম আলো’র চাঁদপুরের জেলা প্রতিনিধি আলম পলাশ, দি ডেইলি অবজারভারের রংপুর জেলা প্রতিনিধি লাবনী ইয়াসমিন।

২০২৪সনে নিউজে শীর্ষ অবস্থানে ছিলেন দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিন। এরমধ্যে আলোচিত সংবাদ ছিলো ‘আট মাসেই শতকোটি টাকা হাতিয়েছেন খোকন, দাতার খোঁজে ৩৩ হাজার কোটি টাকার প্রকল্প, কৃষকের কান্নায় ভিজছে তরমুজের খেত, বদলি বাণিজ্যে কয়েক কোটি টাকা লেনদেন। এছাড়াও এ বছরের আরও ১৮টি দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সংবাদ ও জনগুরুত্বপূর্ণ একাধিক সংবাদ প্রকাশ করেন।

একই বছরে নিউজে ছিলেন দেশজুড়ে আলোচিত চট্টগ্রামের জেলা প্রতিনিধি জসিম উদ্দিন। তিনি নিউজের কারণে একাধিক মামলা মোকাবেলা করতে হয়েছে। পরিবেশের উন্নয়নে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ ছিলো ‘দূষণে বিপর্যস্ত কক্সবাজার।’ এছাড়াও সারাদেশে আলোচনায় উঠে আসে ‘হাজার কোটি টাকার সম্পদ করেছেন চট্টগ্রামের জসিম, ডাকাত থেকে এমপি- হাজার কোটি টাকার মালিক জাফর, ওসি প্রদীক যুগে ফিরছে উখিয়া-টেকনাফ, ইয়াবা গডফাদার বাদিতে মুগ্ধ ছিলেন হাসিনা, ঝালমুড়ি বিক্রেতা থেকেও চাঁদা নেন ম্যাজিস্ট্রেট।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ধারাবাহিক সংবাদ প্রকাশে আলোচনায় উঠে আসেন ময়মনসিংহের দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। ২৯ জুলাই গৌরীপুরে নিহত রাকিবের মায়ের কান্না ছেলে আমার জানাযা দিবে এজন্য হাফেজ বানিয়ে ছিলাম, ৩০জুলাই উপার্জক্ষম ছেলেকে হারিয়ে পাগল প্রায় পরিবারের সদস্যরা, ৩১জুলাই গৌরীপুরে বিপ্লব বাবাকে সাবধান করে নিজেই গুলিবিদ্ধ, ২৪ আগস্ট ছাত্র আন্দোলন ময়না তদন্ত ছাড়াই ৩লাশ দাফন : বিচার নিয়ে শঙ্কা। এছাড়াও পাঠকদের নিকট জনপ্রিয় হয়ে উঠে ‘বছরে প্রেমপত্র আসে না একটিও, মাসে তালাকের চিঠি আসে ২০টি, আলোচিত সংবাদছিলো ‘অর্ধশত কোটি টাকার সরকারি জমিতে আ.লীগ কার্যালয়সহ ১৫৭ স্থাপনা,’ ‘পৌরসভার টাকায় খালের ওপর মেয়রের বহুতল মার্কেট।’

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ৮ম বিজয় শোভাযাত্রা ও মিলনমেলা উপলক্ষ্যে ২২ডিসেম্বর সেরা সংবাদ সম্মাননা ২০২৪ মনোনীতদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি