বাগেরহাট রামপাল প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫ সকাল এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমনা আইরিন। এ সময় সঙ্গে ছিলেন ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের দেব রাজ মিত্র (স্যানিটারি ইন্সপেক্টর), ফকিরহাট মডেল থানার পুলিশ সদস্য এবং আনসার সদস্যরা।
অভিযানে সিকদার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ ও অপরিষ্কার-অপরিচ্ছন্ন থাকার কারণে ৩,০০০ টাকা জরিমানা করা হয়। একইভাবে পরিত্রাণ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্স নবায়ন না করা এবং পর্যাপ্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা না থাকায় ৫,০০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অনুমোদনবিহীন বা অনিয়মে পরিচালিত কোনো ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে ছাড় দেওয়া হবে না।
© All rights reserved © 2023
Leave a Reply