শফিকুল আলম সজীব নেত্রকোনা (দুর্গাপুর)
নেত্রকোনার একটি বিশেষ কাফেলা, ‘আলম হজ কাফেলা’-এর ৩২ জন উমরাহ হজ যাত্রী বর্তমানে পবিত্র সৌদি আরবে অবস্থান করছেন এবং নির্বিঘ্নে তাঁদের উমরাহ পালন সম্পন্ন করছেন। গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় নেত্রকোনা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত তাঁদের জন্য বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছিল। এরপর গত ৭ সেপ্টেম্বর ভোরে সালাম এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে যাত্রা করে তাঁরা ওমানের মস্কট আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিট শেষে সৌদি আরবে পৌঁছান।
এই পুরো যাত্রার তত্ত্বাবধানে রয়েছেন কাফেলার স্বত্বাধিকারী ও মোয়াল্লিম আলহাজ্ব আলমগীর হোসেন। তাঁর সার্বিক সহযোগিতায় ওমরাহ হজ যাত্রীরা কোনো ধরনের অসুবিধা ছাড়াই তাঁদের ধর্মীয় কার্য সম্পন্ন করছেন।
সৌদি আরবে পৌঁছানোর পর তাঁদের থাকার জন্য মসজিদুল হারামের খুব কাছে একটি তিন তারকা মানের হোটেল, তিলাল আল মাসুদ, বুক করা হয়েছে। এতে তাঁরা সহজেই নামাজ ও অন্যান্য ইবাদত করতে পারছেন। এছাড়াও, যাত্রীদের জন্য তিনবেলা দেশি খাবারের ব্যবস্থা করা হয়েছে, যা তাঁদের যাত্রাকে আরও আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যময় করে তুলেছে।
আলহাজ্ব আলমগীর হোসেন বলেন, “উমরাহ হজ যাত্রীদের নির্বিঘ্নে উমরাহ পালন করানোই আমাদের প্রধান লক্ষ্য। তাঁদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি।”
এই কাফেলার একজন উমরাহ হজ যাত্রী জানান, “আলম হজ কাফেলার এই সুব্যবস্থায় আমরা খুবই আনন্দিত। যাত্রা শুরু থেকে সৌদি আরবে পৌঁছানো পর্যন্ত সব ধরনের সহযোগিতা পেয়েছি। বিশেষ করে, মসজিদুল হারামের এত কাছে হোটেলে থাকা এবং তিনবেলা দেশি খাবার পাওয়া আমাদের জন্য অনেক বড় স্বস্তির।”
বর্তমানে উমরাহ হজ যাত্রীরা মক্কা ও মদিনায় বিভিন্ন ধর্মীয় স্থান পরিদর্শন করছেন এবং তাঁদের উমরাহ পালন নির্বিঘ্নে সম্পন্ন করছেন।
© All rights reserved © 2023
Leave a Reply