1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। - Stbanglatv.com
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন

বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭ Time View

 

মোঃ মহিউদ্দিন,বাঘাইছড়ি প্রতিনিধি:-

পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতির ধারাকে এগিয়ে নিতে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

 

আজ ১৪ সেপ্টেম্বর(রবিবার) বিকাল ৪ টায় বাঘাইহাট জোন প্রশিক্ষণ মাঠে আয়োজিত এই জমকালো খেলায় মুখোমুখি হয় বাঘাইহাট একতা যুব সংঘ ক্লাব ও বামে বাইবাছড়া একাদশ। দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলার মাঠে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয়।

 

প্রধান অতিথি হিসেবে খেলা উপভোগ করেন বাঘাইহাট জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ রানা পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জোন উপ-অধিনায়ক মেজর মোঃ আবু নাইম খন্দকার।

 

এছাড়াও উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়ন চেয়ারম্যান জনাব বাবু অতুলাল চাকমা, বঙ্গলতলী ইউনিয়ন চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা এবং সাজেক ইউনিয়ন এর সকল ওয়ার্ড মেম্বার ও মহিলা মেম্বারগন। এছাড়াও বাঘাইহাট কাঠ ব্যাবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন (পিচ্চি) বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন (বড়)এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উক্ত খেলা শেষে বামে বাইবাছড়া একাদশকে ৪-০ গোলে বাঘাইহাট একতা যুব সংঘ ক্লাব বিজয়ী লাভ করে।

 

খেলা শেষে চ্যাম্পিয়ন টিম এবং রানার আপ টিমের মাঝে ও শ্রেষ্ঠ খেলোয়ার মাঝে পুরস্কার তুলে দেন জোন কমান্ডার ।

 

এ সময় প্রধান অতিথি বলেন, “উভয় দলই দারুণ খেলা উপহার দিয়েছে।খেলোয়ারদের আন্তরিকতা ও প্রচেষ্টা প্রশংসনীয়। পাহাড়ে শান্তি বজায় রাখতে ভবিষ্যতে ও এরকম আয়োজন অব্যাহত থাকবে।”

 

সেনাবাহিনীর এই ধরনের ক্রীড়া উদ্যোগ পার্বত্য এলাকার যুব সমাজকে মাদক ও সহিংসতা থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জোন কমান্ডার

সর্ব শেষ এলাকার সকল সুখ, সমৃদ্ধি, সুস্থতা, দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি