দুমকি(পটুয়াখালী): প্রতিনিধিঃপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) “জুলাই–আগস্ট ২৪ গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে প্রকাশিত স্মরণিকা “স্মরণীয় জুলাই”-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম তাঁর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. খোকন হোসেন, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজেদুল হক, এগ্রোফরেস্ট্রি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মাসুদুর রহমান, অর্থ ও হিসাব বিভাগের (ভারপ্রাপ্ত) পরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মাহফুজুর রহমান সবুজ, ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটো, জিয়া পরিষদের (কর্মকর্তা ইউনিট) সভাপতি মো. আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক হাচিব মোহাম্মদ তুষার এবং সহকারী অধ্যাপক ও ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিব ড. মুহাম্মদ ইকবাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে স্মরণিকার সম্পাদকীয় বোর্ডকে উপাচার্য অভিনন্দন জানান এবং এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইতিহাসচর্চা ও দেশপ্রেম জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
© All rights reserved © 2023
Leave a Reply