আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধিঃ-
মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে বিজয় পতাকা মিছিল বের করেছে যুবদলের নেতা-কর্মীরা। সোমবার সকালে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুর নেতৃত্বে পৌর শহরের উত্তর বাজার থেকে বিজয় পতাকা মিছিল বের হয়
মিছিল শেষে দলীয় নেতা-কর্মীরা ‘বিজয় একাত্তর’ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অপর্ণ করে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
জাহাঙ্গীর হোসেন পাপ্পু বলেন, মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া মুক্তিযুদ্ধে দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে আমরা বিজয়ী হয়ে স্বাধীনতা অর্জন করি। এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা গত শতাব্দীর শ্রেষ্ঠ অর্জন। এই মহান স্বাধীনতা যুদ্ধে যারা আত্মদান করেছেন, যারা শহীদ হয়েছেন, যেসকল মা- বোন সম্ভ্রম হারিয়েছেন আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।
কর্মসূচিতে অংশ নেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের শিক্ষা বিষয়ক সম্পাদক মনোয়ার জাহান সফল, সদস্য আনোয়ার হোসেন, মজিবুর রহমান, বাহালুল মুন্সী, আব্দুল হান্নান, গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রাহাত, গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ালিউল্লাহ রুবেল, পৌর ছাত্রদলের সদস্য শাহিনুল ইসলাম হৃদয়, মুকছেদুল মোমেন, মুস্তাকিম বাবুম আলাদিন মোল্লা, মামুন হাসান, আনিসুর রহমান সজীব, বিজয় বাউই, তৈমুর খান, স্বাদ খান, যুবদল নেতা জহিরুল ইসলাম রমজান, শাওন আহমেদ, বাদল প্রমুখ।
© All rights reserved © 2023
Leave a Reply