দক্ষিণ চট্টগ্রাম থেকে স্টার্ফ রির্পোটার আবিদুর রহমান বাবুল
চট্টগ্রামের সাতকানিয়া কালিয়াইশ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মলিয়াকুল রজভীয়া হাকিমিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদরাসা’র ৪র্থ তম সালানা জলসা (বার্ষিক সভা) ও ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কালিয়াইশ ইউনিয়নে মাদরাসা প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বার্ষিক সভায় ও মিলাদুন্নবী মাহফিলে সম্মানিত ওয়ায়েজীনগণ বলেন, মাদরাসা একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ইসলামের প্রচার, প্রসার ঘটানোর জন্য মাদরাসার গুরুত্ব অপরিসীম। মাদরাসায় ইসলামের ভবিষ্যত প্রজন্মকে সরা শরীয়তের নিয়ম-কানুন শিক্ষা দেওয়া হয়। সমাজ ও রাষ্টের শান্তি শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী অনুশাসন মানা প্রত্যেকটি মুসলিম নর-নারীর কর্তব্য। সাতকানিয়া থানার কালিয়াইশ ইউনিয়নের ৫নং ওয়ার্ড মলিয়াকুল প্রতিষ্ঠিত আঞ্জুমানে নক্সবন্দীয়া মোজাদ্দেদীয়া হাকিমিয়া পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত। উপস্থিত মাওলানাগণ মাদরাসার কর্মকান্ড ভবিষ্যতে দূর্বার গতিতে এগিয়ে নেওয়ার জন্য এলাকার ইসলাম প্রিয় সকল মুরুব্বী এবং জ্ঞানী/গুণী ব্যাক্তি বর্গ কে আহŸান জানান। বার্ষিক সভায় বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল পুরষ্কার বিতরণ অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা ও দোয়া মাহফিল। বার্ষিক সভায় সভাপতিত্ব করেন পীরে কামেল ধর্মপুর দরবার শরীফের সাজ্জাদানশীন, কাযী সৈয়দ মোহাম্মদ আবদুশ শাকুর রায়হান আযিযী (ম.জি.আ)। মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবদুল নবীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মুহাম্মদ দিদারুল ইসলাম, ইঞ্জিনিয়ার আমিনুর রহমান সোহাগ, মাওলানা জহুরুল আলম জিহাদী, ব্যাংকার আবু ছালেহ, আফিল উদ্দীন আহমদ, আমান উল্লাহ আমান সমরকন্দী, পরিচালনা পর্ষদ সভাপতি নুর মোহাম্মদ, গিয়াস উদ্দীন, লিয়াকত আলী, আমিনুল ইসলাম, মঈনুদ্দীন জাহেদ, অধ্যাপক হাসান আনচারী, মাওলানা আবদুল আওয়াল ছিদ্দিকী, মাওলানা আবদুর রহমান হেলানী, মাওলানা হাসমত আলী, আবদুশ শুক্কুর মেম্বার, মাদরাসা সুপার, খোরশেদ রেজা কাদেরী, হারুনুর রশিদ হোসাইনী, মঈনুদ্দীন কাদেরী, হাফেজ জাকের হোসাইন কাদেরী, ইমরান হোসেন কাদেরী, হাফেজ আনচারুল হক প্রমুখ।
© All rights reserved © 2023
Leave a Reply