মোঃ আতাউর রহমান,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ-
দিনাজপুরের খানসামায় নিজের জমিতে হাল করতে গিয়ে ভূমিদস্যুদের হামলায় নাজমুজ শাহাদাত (বিপ্লব) নামে এক ব্যাক্তি মাথায় রক্তাক্ত জখম অবস্থায় গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
শুক্রবার (২৯ শে নভেম্বর) সকালে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বেসার পন্ডিত পাড়ায় এই ঘটনা ঘটে।
নাজমুজ শাহাদাত (বিপ্লব) ওই এলাকার মাওলানা আতাউর রহমানের ছেলে।
এ ঘটনায় নাজমুজ শাহাদাত (বিপ্লব) বাদী হয়ে খানসামা থানায় ৯ জনকে অভিযুক্ত করে একটি লিখিত এজাহার দায়ের করেছেন। অভিযুক্তরা হলো, আঃ মতিন,মনিরুজ্জামান, মিতুল,আব্দুল্লাহ আল মামুন,আব্দুর রউফ (রূপাই), সেকেন্দার আলী,রুবি,লাভলী ও সোহানা।
সরজমিনে গিয়ে ও এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে অভিযুক্তরা বাদী নাজমুজ শাহাদাত বিপ্লবের পরিবারের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছে।
শনিবার সকালে বাদী তার ক্রয়কৃত জমিতে হাল চাষ করতে গেলে অভিযুক্তরা বেআইনী জনতাবন্ধে ভোগদখীয় সেই জমিতে অনধিকার প্রবেশ করিয়া জমিতে বাদীকে হাল চাষে বাধা নিষেধ করে। তখন বাদী ও তার ছোট ভাই আব্দুল্লাহ আল ফারুক প্লাবন, চাচাতো বোন ছালিমা মোবাশ্বিরা এবং ফুফাতো ভাই মেহরাফ হোসেন গণ জমিতে যাইয়া বিবাদীগনকে বাধা নিষেধ করে ইহাতে সকল বিবাদীগণ ক্ষিপ্ত হইয়া বাদীপক্ষকে বাঁশের লাঠি দিয়া এলোপাথারীভাবে মারপিট করিয়া শরীরের বিভিন্ন জায়গায় ফোলা ও ব্যথা জখম করে। এক পর্যায়ে ১নং বিবাদীর হুকুমে ২ ও ৩ নং বিবাদীদ্বয় তাহাদের হাতে থাকা লোহার রড দিয়া বাদীকে হত্যার উদেশ্যে তার মাথার মাঝখানে গুরুতর ফাটা,রক্তাক্ত ও জখম করে। ১ ও ৪ নং বিবাদীদ্বয় বাদীর ছোট ভাই আব্দুল্লাহ আল ফারুক প্লাবনকে ধারালো দা দিয়া আঘাত করিয়া বুকে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে।
১ ও ৫নং বিবাদীদ্বয় বাদীর ফুফাতো ভাইকে লোহার রড দিয়া বেদম মারপিট করিয়া বাম পায়ে ও ডান হাতে গুরুতর ফোলা ও হাড় ভাঙ্গা জখম করে।
পরে স্থানীয় এলাকাবাসী তাদের শোরচিৎকার শুনে দৌড়ে আসলে ভূমিদস্যুরা পালিয়ে যায়। পরে বাদীপক্ষ স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় দ্রুত ভাড়া করা অটোযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খানসামা (পাকেরহাট), এ যাইয়া চিকিৎসার জন্য ভর্তি হয়।
গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, আমি বিষয়টা শুনেছি। এটা ওদের পারিবারিক ব্যাপার। এমনকি জমি জমা সংক্রান্ত তাদের একটি মামলাও চলমান। এই ঘটনায় কোন পক্ষই আমাকে এ পর্যন্ত কোন কিছু জানায়নি।
খানসামা থানার (ওসি) নজমুল হোসেন জানিয়েছেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে এক পক্ষ থানায় এজাহার দিয়েছেন। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© All rights reserved © 2023
Leave a Reply