মোঃ হাসিবুর রহমান বিশেষ প্রতিনিধি, নড়াইল।
বাড়ি থেকে বের হলেন জীবিত মানুষ, নিখোঁজের সাত দিন পর খোঁজ মিললো শওকত লস্কর এর মৃত দেহ। শওকত লস্কর নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়ন এর বড়দিয়া গ্রামের আমজাদ লস্কর এর ছেলে। প্রাপ্ত তথ্যসুত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর শওকত লস্কর ( বোবা) সে পেশায় ভ্যানচালক ছিলেন। তিনি ২৪ নভেম্বর ভ্যান চালিয়ে আর বাড়িতে ফেরেননি। তাকে পরিবারের লোকেরা অনেক খোঁজা খুঁজি করে ও তার ভ্যান গাড়িটি খোঁজ মেলেনি। আজ -১ ডিসেম্বর ২০২৪ রবিবার সকাল ৮ দিকে কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়ন এর নলডাঙ্গার কালিয়া বড়দিয়া সড়কের পাশে পড়ে থাকা একটি লাশ দেখে পথচারীরা। পরে, তারা কালিয়া থানায় খবর দিলে দ্রুত কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম, এস আই আনিসুর রহমান , এস আই রিয়াজুল , সঙ্গীও পুলিশ ফোর্স নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে তার মৃত দেহ উদ্ধার করে।
ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য ফোর্স সতর্ক অবস্থানে রয়েছে বলে সাংবাদিকদের জানান।
© All rights reserved © 2023
Leave a Reply