মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা করা ও বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা মো. শাহেদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে নাসিরনগর সদর ইউনিয়নের নাছিরপুর গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নাসিরনগর থানার পুলিশ।
নাসিরনগর থানার ওসি মোঃ আব্দুল কাদের শাহেদের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান।
জানা গেছে গত ৪ আগষ্ট নাসিরনগর কলেজ মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ চলাকালে হামলার ঘটনায় সাবেক দুই এমপি সহ ১১৮ জন ও আরো অজ্ঞাতনামা ২০০/৩০০ জন ব্যক্তিকে আসামী করে শাহ আলম পাঠান বদী হয়ে একটি মামলা দায়ের করেন।ধারনা করা হচ্ছে ওই হামলার মামলায় অজ্ঞাত সন্দেহভাজনদের তালিকায় শাহেদ আলীর নাম রয়েছে
© All rights reserved © 2023
Leave a Reply