জয়রথ ধরে রেখেছে প্যারিস সেইন্ট জার্মেই। ডিজনকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। পিএসজির হয়ে দু’টি করে গোল করেছেন এমবাপ্পে ও কিন।
ডিজনের বিরুদ্ধে ম্যাচের মাত্র ৩ মিনিটে এগিয়ে যায় পিএসজি। ব্যাকারের অ্যাসিস্টে মুইস কিন লিড আনেন লিগ চ্যাম্পিয়নদের হয়ে। এরপর ম্যাচের ২৩ মিনিটে নেইমারের বাড়ানো বলেই নিজের জোড়া গোল পূরণ করেন কিন।
প্রথমার্ধ্বে আর কোন গোলের দেখা পায়নি পিএসজি। বিরতির পর ৮২ মিনিটে নেইমারের আ্যসিস্টে এমবাপ্পে খোলেন নিজের গোলখাতা। দ্বিতীয় গোলের দেখা পেতে খুব বেশি সময় নেননি ফরাসি তারকা এমবাপ্পে। ম্যাচের ৮৮ মিনিটে সারাবিয়ার বাড়ানো বল গোল করেন এই ফরোয়ার্ড। এ জয়ে লিগের শীর্ষস্থান আরও মজবুত হলো পিএসজির।
© All rights reserved © 2023
Leave a Reply