1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নির্বাচনী সহিংসতার প্রতিবাদে লালমনিরহাটে বিএনপির বিক্ষোভঃ - Stbanglatv.com
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন

নির্বাচনী সহিংসতার প্রতিবাদে লালমনিরহাটে বিএনপির বিক্ষোভঃ

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৪ Time View

 

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

নির্বাচনী সহিংসতার ঘটনায় গুলিবিদ্ধ ওসমান হাদীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।

শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সকালে লালমনিরহাট জেলা শহরের বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয় চত্বরে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু। তিনি বলেন,
“ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি চক্র পরিকল্পিতভাবে প্রার্থীদের ওপর হামলা চালিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করা না হলে বিএনপি কঠোর কর্মসূচির মাধ্যমে রাজপথে প্রতিবাদ জানাবে।”

তিনি আরও বলেন,
“গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় বিএনপি সবসময় রাজপথে ছিল, আছে এবং থাকবে। জনগণের ভোটাধিকার কেড়ে নিতে কাউকে সুযোগ দেওয়া হবে না।”

বিক্ষোভ মিছিলে জেলা বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নির্বাচনী সহিংসতার প্রতিবাদ জানান এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করতে যারা সহিংসতার আশ্রয় নিচ্ছে, তাদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ভূমিকা নিতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি