1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাকেরগঞ্জে নির্মাণাধীন ভবনে বাধা, ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ - Stbanglatv.com
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন

বাকেরগঞ্জে নির্মাণাধীন ভবনে বাধা, ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৬৬ Time View

 

বরিশাল বাকেরগঞ্জ প্রতিনিধ । মোঃসানি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় নির্মাণাধীন একটি ভবনে কাজের সময় স্থানীয় একদল যুবক বাধা সৃষ্টি করে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। একইসাথে ভবনের মালিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবির ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

জানা যায়, উপজেলার ভরপাশা ইউনিয়নের গোলদার বাড়ি এলাকায় সম্প্রতি একটি ভবনের নির্মাণকাজ শুরু করেন স্থানীয় দুলাল হাওলাদার। ওই ভবন নির্মাণকে কেন্দ্র করেই প্রতিবেশী রফিকুল ইসলামের সাথে তার বিরোধ চলে আসছে।

 

আজ (বুধবার ) ৬ আগস্ট দুপুরে হঠাৎ স্থানীয় রফিকুল ইসলামের পুত্র আবির শাহরীয়ার ৬-৭ জন যুবক ভবনের নির্মাণস্থলে এসে নির্মাণাধীন ভবনের দেয়াল ভাঙচুর করে বলেও জানায় ভুক্তভোগী দুলাল হাওলাদার।

 

ভবনের মালিক দুলাল হাওলাদার আরো বলেন, আমি ৪-৫ মাস আগে বৈধভাবে আমার সম্পত্তিতে ভবনের কাজ শুরু করি। তখন স্থানীয় রফিকুল ইসলাম হাওলাদার ওই ভবনের মধ্যে তার দেড় শতাংশ জমি আছে বলে আদালতে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় আমার পক্ষে রায় আসলে পুনরায় আবার আমরা গতকাল থেকে ভবনে নির্মাণ কাজ শুরু করি। গত দুই দিন আগে রফিকুল ইসলামের ছেলে আবির শাহরীয়ার বাদি হয়ে আদালত একটি মামলা দায়ের করেছেন। ওই মামলার আদেশনামা নিয়ে আজ পুলিশ এসে ভবনের কাজ বন্ধ করার নির্দেশ দিলে আমরা নির্মাণ কাজ বন্ধ করে রাখি। কিছুক্ষণ পরেই রফিকুল ইসলামের পুত্র শাহরিয়ার সহ কিছু প্রভাবশালী ব্যক্তি নির্মানাধীন ভবনের দেয়াল ভেঙ্গে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করছে। টাকা না দিলে ভবন নির্মাণ করতে দিবে না বলে হুমকি দিচ্ছে। এমনকি রাস্তাঘাটে বের হলেও আমাদের উপর হামলা করবে বলে হুমকি দিয়ে গেছে বলেও জানায় ভুক্তভোগী দুলাল হাওলাদার।

 

এ বিষয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, নির্মানাধীন ওই ভবনে আমার ক্রায়কৃত দেড় শতাংশ জমি রয়েছে। সেই জমি দখল করে তারা ভবন নির্মাণ কাজ করছে। এ বিষয়ে আমি আদালতে একটি মামলা দায়ের করেছি। ভবনের দেয়াল ভাঙচুর ও চাঁদা দাবির বিষয়টি সত্য নয় বলেও জানিয়েছেন তিনি।

 

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল কালাম আজাদ বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি