
নিজস্ব প্রতিবেদক-
কিশোরগঞ্জের- হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের জগদল পুরাবাড়িয়া গ্ৰামে নবজাগরণ সংগঠনের নিজস্ব অফিস শুভ উদ্বোধন সহ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
৫ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায়- জগদল পুড়াবাড়িয়া জামিয়া মসজিদ এর ইমাম মাওলানা আব্দুল মতিন এর সভাপতিত্বে: নব-জাগরণ যুব সংগঠনের নিজস্ব অফিস উদ্বোধন করেন- হোসেনপুর উপজেলা বিএনপি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল- আমিন ভূইয়া।
এ সময় উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের উপদেষ্টা, এমদাদুল হক রুবেল, আবু বাকার সিদ্দিীক,আব্দুল সালাম, শামীম সরকার, মোফাজ্জল হোসেন প্রমুখ।
এছাড়া কমিটির পরিচিত প্যানেল-
সভাপাতি: রিপন সরকার, সিনিয়র সহ-সভাপতি: মোস্তফা কামাল, সহ-সভাপাতি: ইব্রাহিম মিয়া,
সাধারন সম্পাদক: ইসমাইল (জীবন)
সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক : মো. সজীব।
সাংগঠনিক সম্পাদক: রাকিব সরকার,
সহ-সাংগঠনিক সম্পাদক: মাজারুল ইসলাম,
দপ্তর সম্পাদক: ফাহিম আহম্মেদ,
সহ-কমিটির সকল সাংগঠনিক ও সদস্য বৃন্দ।
এ সময় মো.ফয়জ উদ্দিন, মো.হেলাল উদ্দিন, আব্দুল বারিক ও আব্দুল কাসেম সহ এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ অবস্থিত ছিলেন।
© All rights reserved © 2023
Leave a Reply