মাহবুবুল আলম সোহাগ, ময়মনসিংহ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দৈনিক জাহানের উপজেলা প্রতিনিধি প্রয়াত সাংবাদিক মনসুর আহমেদ আকন্দের ১৩ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে ৬ মার্চ, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব কর্তৃক সাংবাদিক মনসুর আহমেদ আকন্দের গ্রামের বাড়ি কাকনহাটীস্থ মরহুমের কবর জিয়ারত করা। এরপর ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব সম্মেলন কক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের
কার্য নির্বাহী সদস্য দৈনিক ভোরের পাতার উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় আলোচনা সভায় ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, যুগান্তর প্রতিনিধি ও ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, দৈনিক দেশের কণ্ঠ প্রতিনিধি ফয়সল আহমেদ ,দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি ও ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ ইসহাক, যুগ্ম সম্পাদক শরিফুল আলম, সহ সভাপতি মো. শফিউল্লাহ সুমন, প্রয়াত সাংবাদিক মনসুর আহমেদ আকন্দের ছেলে ফয়সাল আহমেদ শাকিল, প্রয়াত সাংবাদিক মনসুর আহমেদ আকন্দের ছেট ভাই আবু সালেক, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মিসবাউল হক মালেক,
উল্লেখ্য, সাংবাদিক মনসুর আহমেদ আকন্দ ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক জাহান প্রতিনিধি ছিলেন। তিনি ২০১২ সালের ৬ মার্চ শারিরিক অসুস্থতায় ইন্তেকাল করেন।
© All rights reserved © 2023
Leave a Reply