এম এ মান্নান, মধ্যনগর,সুনামগঞ্জঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের চান্দালীপাড়া গ্রামের এক তালাকপ্রাপ্ত নারীকে অপহরণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগে, বিজ্ঞ নারী ও শিশু নির্যতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেছে, এক ভুক্তভোগী নারী।
সুনামগঞ্জ জেলা বিজ্ঞ ট্রাইব্যুনাল আদালতে ৫ জনকে আসামী করে, গত (১৭ আগস্ট) রবিবারে মামলা দায়ের করেন ঐ ভুক্তভোগী নারী। এরমধ্যে আসামীরা হলেন একই গ্রামের মুনসুর আলী (৩২) বাদীনির প্রাক্তন স্বামীর ছোট ভাই শামসুল হক (২৫) ইব্রাহিম মিয়া (৩০) নাজিম উদ্দীন (৪৮) মাজেদা বেগম (৩০)।
অভিযোগ সূত্রে জানা যায়, চান্দালীপাড়া গ্রামের মৃত কাশেম আলী’র মেয়ে, তালাকপ্রাপ্ত নারী মালা আক্তার (২৭)কে দির্ঘদিন ধরে, ১ নং আসামী মুনসুর আলী কু’প্রস্তাব দিয়ে আসছিলো। কিন্তু মালা আক্তার কু’প্রস্তাবে রাজি না হওয়ার কারণে, প্রায়েই মালাকে তুলে নেওয়ার হুমকি দিতেন মুনসুর আলী। অথচ পরিশেষে গত ২৩ জুলাই বুধবার সন্ধ্যা ৭ টার সময়, মালা আক্তার অপহরণের শিকার হয়। উল্লেখিত অভিযোগে জানা যায়, একই গ্রামের নাজিম উদ্দীন এর স্ত্রী মাজেদা বেগম (৩০) বোরকা পরা অবস্থায় ঘটনা স্থলে গিয়ে,মালা’র বাড়ির উত্তর পাশে এসে, মালা আক্তারকে নাম ধরে ডাকেন, মালা আক্তার ঐ মাজেদা বেগমের ডাকে সাড়া দিয়ে, মাজেদার কাছে গেলে,তাত কনিক মাজেদা একটা বাহানা করে মালার কাঁনে হাত দিয়ে বলে যে, তোমার কাঁনের ফুলগুলি খুবই সুন্দর। তখনই মালা আক্তার সাথে সাথে অজ্ঞান হয়ে যায়।
পরে সন্ধ্যার অন্ধকারে অজ্ঞান অবস্থায় মালাকে ৪/৫ জন লোক তুলে নিয়ে যায়। এবং রাতের আঁধারে একটা নির্জন জায়গায় নিয়ে, তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এবং পাশাপাশি তাকে শারীরিক নির্যাতনও চালানো হয়। এসময় মালা আক্তার চেচামেচি ও এদেশের অসৎ কাজের বাধাগ্রস্থ করতে চাইলে, একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে তার ডান হাত কেটে রক্তাক্ত জখম করে,এবং পাশবিক শারীরিক নির্যাতনের শিকার মালা আক্তারকে গুরুতর আহত করারও অভিযোগ রয়েছে।
অতঃপর শেষ রাতের দিকে মর্মান্তিক আহত এবং অচেতন অবস্থায়,তাকে রাস্তার পাশে রেখে অভিযুক্তরা চলে যায়,পরে এক অটোরিকশা ড্রাইভার রাস্তার পাশে অচেতন অবস্থায় ঐ নারী পড়ে থাকতে দেখে, তাকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা হাসপাতালের সামনে রেখে ড্রাইবার চলে যায়। তখন কর্মরত ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দিয়ে, ময়মনসিংহ হাসপাতালে রেফার করেন।পরে মালা আক্তার কিছুটা সুস্থ হয়ে (৩০ জুলাই) মধ্যনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাছাড়া পরবর্তীতে জেলা বিজ্ঞ ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন মালা আক্তার। এবিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমান জানান, অভিযোগটির তদন্ত চলমান আছে ।
এম এ মান্নান,
০১৩১৮৩২৭২৮০
২১/০৮/২৫
© All rights reserved © 2023
Leave a Reply