বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের পার্বতীপুর খোলাটি ক্যান্টনমেন্ট ইউনিট ৭ হর্স ইউনিটের অধিনায়ক- লেফটেন্যান্ট কর্নেল মাশিহ আহমেদ এর নির্দেশক্রমে (২৪ শে নভেম্বর) রবিবার দিবাগত রাতে অপারেশন কমান্ডার- মেজর আশিক উজ জামান ও অপারেশন উপ-অধিনায়ক- লে: মাহিন জামান ঘোড়াঘাট উপজেলার মাঊসিপাড়া এলাকায় এক অপারেশন অভিযান পরিচালনা করেন। উক্ত অপারেশন অভিযান কালে অপারেশন কমান্ডার মেজর আশিকুজ্জামান এর নেতৃত্বে পুলিশ সহকারে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার সময়ে ঘোড়াঘাট উপজেলার
মাঊসিপাড়া গ্রামের জুয়েল নামে এক ব্যক্তিকে অবৈধ অস্ত্র ৭.৬২ মি.মি. চাইনিজ পিস্তল এবং ৮ রাউন্ড গুলিসহ হাতেনাতে আটক করা হয়। আটক কৃত ব্যক্তিকে ঘোড়াঘাট থানায় সোপর্দ করা হয়।
© All rights reserved © 2023
Leave a Reply