মোঃ আব্দুল হান্নান নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর সংলগ্ন বলভদ্র নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
৯ নভেম্বর ২০২৪ রোজ শনিবার দুপুরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর গ্রামের পাশে বলভদ্র নদীর ডালাই নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ ভেসে যেতে দেখে স্থানীয় কৃষকরা। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত বিবস্ত্র অবস্থায় একজন পুরুষের লাশ উদ্ধার করে।
নাসিরনগর থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। লাশের ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply