বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুরে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র-প্রান্তিক ২হাজার ৪শত ১০ জন কৃষকদের মাঝে সরিষা, গম, ভূট্রা, সূর্যমূখী, শীতকালীন পেঁয়াজ অড়হড় বীজ ও সার বিতরণের উদ্বোধন হয়েছে।
বুধবার ৬নভেম্বর দুপুরে উপজেলা চত্বরে উপস্থিত চাষীদের মাঝে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন।
এ সময় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তী, কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম ইলিয়াস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে ১হাজার ৫শত ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের প্রত্যেককের মাঝে ১কেজি সরিষা বীজ, ১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায় বলেন, অত্র উপজেলার একটি পৌর সভা ও সাতটি ইউনিয়নে ২হাজার ৪শত দশজন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে পর্যায়ক্রমে গম, ভূট্রা, সরিষা, সূর্যমূখী, শীতকালীন পেঁয়াজ ও অড়হড় বীজ ও সার বিতরণ করা হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply