আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
দেশের তিনস্থানে ১২দিনে ময়মনসিংহের গৌরীপুরের তিনজন হত্যাকাণ্ডের শিকার হন। তাদের মধ্যে গাজীপুরের শ্রীপুরে স্মৃতি রানী পাল (২৬) ও কুমিল্লার চৌদ্দগ্রামে আবুল হাসিম (৬৫) খুন হন, ঢাকার খিলগাঁওয়ে শাহিদা আক্তার (১৪) এর লাশ উদ্ধার করে পুলিশ।
উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের সুনিল পালের মেয়ে স্মৃতি রানী (২৬) এর বিয়ে হয় গাজীপুরের শ্রীপুরে। এ শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিমখন্ড মহল্লার কেশব চন্দ্র সরকারের ছেলে কাব্য সরকারের সঙ্গে ২বছর ৬মাস পূর্বে বিয়ে হয়। বসবাস করতেন বরমী বাজার খামারপট্টির মৃত গোপাল মিস্ত্রীর বাড়িতে। সেখানে সোমবার (২৮ অক্টোবর/২৪) রাতে কুপিয়ে স্মৃতি রানীকে হত্যা করা হয়। নিহতের বাবা সুনীল পাল জানান, আড়াই বছর আগে পারিবারিকভাবে স্মৃতির বিয়ে হয়। তার সংসারে দেড় বছরের একটি ছেলে রয়েছে। সোমবার রাত ৯টা ১৪ মিনিটে মেয়ের সঙ্গে মোবাইলে তার কথা হয়। সে তখন জানায় তার স্বামী সন্ধ্যায় ভারতের উদ্দেশে রওনা দিয়ে চলে গেছে আর ছেলে শ্রীয়ান ঘুমাচ্ছে। তিনি আরও জানান, রাত ১০টার দিকে কাব্য (মেয়ের জামাতা) ফোন করে বলে স্মৃতির যেন কিছু হয়েছে, দ্রুত শ্রীপুর হাসপাতালে যান। পরে আমি হাসপাতালে গিয়ে মেয়ের গলাকাটা মরদেহ দেখতে পাই। পুলিশ এসে বাড়ির পেছন থেকে একটি রক্তমাখা ধারালো দা ও দুটি সেন্ডেল উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ ৩জনকে গ্রেফতার করেছে। মামলাটি দ্রুত বিচার ট্রাইবুন্যালে নেয়ার দাবিতে রোববার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে আমরা গৌরীপুরবাসী ব্যানারে।
অপরদিকে উপজেলার মইলাকান্দা ইউনিয়নর কাউরাট চকবাড়ির মৃত আকবর আলীর পুত্র আবুল হাসিম (৬৫) কে গত শনিবার (১৯ অক্টোবর/২৪) ভোরে কুমিল্লায় হাত-পা, মুখ বেঁধে হত্যা করে। তিনি কুমিল্লার চৌদ্দগ্রামে রবি অজিয়াটা টাওয়ারে নিরাপত্তা কর্মী হিসাবে কর্মরত ছিলেন। ওইদিন ভোর রাতে চৌদ্দগ্রাম পৌরসভার রবি টাওয়ারের ভিতরে মুখ, হাত, পা গামছা দিয়ে বাঁধা, নাক থেতলানো, পুরো মাথা গামছা দিয়ে তাকে হত্যা করা হয়। চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. আক্তারুজ্জামান জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পুত্র মনোয়ার হাসিব মামুন বাদী হয়ে সোমবার (২১ অক্টোবর/২৪) মামলা করেছেন। হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্তকরণ ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে কুমিল্লার পিবিআই ফরেসিক টিম।
এদিকে গৌরীপুর পৌর শহরের পশ্চিম দাপুনিয়া মহল্লার শহিদ মিয়ার মেয়ে শাহিদা আক্তারের লাশ বুধবার (১৬অক্টোবর/২৪) রাত ৯টার দিকে উদ্ধার করেছে ঢাকার খিলগাঁও থানার পুলিশ। মামলার তদন্তকারী অফিসার এসআই মো. সাদেকুল ইসলাম জানান, শাহিদা খিলগাঁও তিলপাপাড়া নুরুল হায়দার রাকিবের বাসায় গৃহকর্মীর কাজ করতো। দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। গত বুধবার (১৬অক্টোবর/২৪) রাত ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের নানা জুবেদ আলী বাদী হয়ে আত্মহত্যার প্ররোচণায় হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করেন। এ ঘটনায় গৃহকর্তা নুরুল হায়দার রাকিব ও তার স্ত্রী নাদিরা নাজনীন সেতুকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply