জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে মুস্তাকিম (২৫) নামে এক চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) সকালে শম্ভুগঞ্জ বিজয়নগর রায়পুর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
অভিযানটি পরিচালনা করেন এসআই (নি:) মুস্তাফিজুর রহমান ও এএসআই (নি:) শওকত হোসেন সঙ্গীয় ফোর্সসহ। এসময় মুস্তাকিমের বিরুদ্ধে দুইটি জিআর ওয়ারেন্টসহ একটি সুইচগিয়ার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মুস্তাকিম মৃত আব্দুল হেলিমের ছেলে। তিনি ময়মনসিংহ কোতোয়ালী থানার বিজয়নগর রাঘবপুর এলাকার স্থায়ী বাসিন্দা।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply