
জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি
রামপালে ফয়লাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে। অভিযোগকারী ভুক্তভোগী শিক্ষার্থী বিদ্যালয়ের এক ছাত্রী।
অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের সহকারী শিক্ষক অলিউর রহমান ওই ছাত্রীকে প্রাইভেট না পড়ানোর কারণে দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। এর আগে স্টিলের স্কেল দিয়ে আঘাতেরও অভিযোগ রয়েছে। এমনকি এ ঘটনার ছবি শিক্ষার্থীর পরিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পাঠালেও কোনো প্রতিকার হয় নাই,
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম বলেন, “একবার ভুক্তভোগীর বাবা মোবাইল ফোনে আঘাতের ছবিসহ অভিযোগ করেছিলেন। তবে সাম্প্রতিক ঘটনাটি নিয়ে আমাকে কিছু জানানো হয়নি।”
অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক অলিউর রহমান সব অভিযোগ অস্বীকার করেছেন।
তবে শিক্ষার্থীর অভিভাবক জানান, অভিযোগ দায়েরের পর অভিযুক্ত শিক্ষক তার বাড়িতে গিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে আশ্বাস দিয়েছেন।
এ প্রসঙ্গে রামপাল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলী বলেন, “অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে,
স্থানীয় বেশ কয়েকজন অভিভাবক জানান, এ ধরনের অভিযোগ নতুন নয়। শিক্ষক অলিউর রহমান প্রায়ই কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ ও নির্যাতন করে থাকেন। তারা এই শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
© All rights reserved © 2023
Leave a Reply