
জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকিতে একটি নির্মাণ প্রকল্পে কর্মরত সুপারভাইজার সেলিম শেখ (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ
বৃহস্পতিবার (৭আগস্ট) সকালে দুমকির একটি ভাড়া বাসা থেকে অচেতন অবস্থায় নির্মাণ প্রকল্পে কর্মরত সেলিম শেখকে উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, সেলিম শেখ বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর গ্রামের আলাউদ্দিন শেখের পুত্র। জলিশার জেলেপাড়ায় একটি পুল নির্মাণ প্রকল্পে কাজ করতেন তিনি। কাজের সুবাদে তিনি হাসপাতাল সড়কের একটি বাসায় ভাড়ায় থাকতেন।
ভোরে ঘর মালিক তার কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে অচেতন অবস্থায় দেখতে পান। প্রতিবেশীদের সহায়তায় হাসপাতালে নেওয়া হয়। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রির্পোট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
© All rights reserved © 2023
Leave a Reply