
গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে থানা পুলিশের অভিযানে ৪ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাতদল গ্রেফতার হয়েছে। একই অভিযানে আরও ৬ জন হ্যাকার, চোরচক্র ও ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, বুধবার (৬ আগস্ট) রাত ১১ ঘটিকার দিকে গোবিন্দগঞ্জ উপজেলাধীন কামারদহ ইউনিয়নের মাস্তা পূর্বপাড়ায় একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলামের নির্দেশে সেকেন্ড অফিসার সেলিম রেজা, এসআই মমিনুল ইসলাম, এসআই আনিসুজ্জামান এবং সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন ১. পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা গোয়ালপাড়া গ্রামের মধু মিয়ার ছেলে জাহাঙ্গীর ইসলাম (৫৬), যার বিরুদ্ধে ২৯টি ডাকাতি ও ছিনতাই মামলা রয়েছে;
২. কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা পূর্ব মাস্তা গ্রামের মহাব্বত আলী শেখের ছেলে আব্দুর রহমান ওরফে ওয়াসিম শেখ (৩৫), যার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে;
৩. কামারদহ মহাবাপপুর তুলশীপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে ডলার মিয়া (৩৮), যার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে;
৪. পলাশবাড়ী উপজেলার কোমরপুর পূর্ব নয়াপাড়া গ্রামের জাবেদ আলীর ছেলে হেলাল মিয়া (৩৬)।
অভিযানের সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও তালা কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এছাড়া পুলিশের পৃথক অভিযানে আরও ২ জন হ্যাকার, ২ জন চোর ও ২ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply