
হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জ জেলায় দীর্ঘদিন ধরে একই ইউনিয়ন পরিষদে কর্মরত ৭৪ জন প্রশাসনিক কর্মকর্তাকে (ইউপি সচিব) একযোগে বদলি করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ নাহিদ হাছান খানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টার মধ্যে নিজ নিজ নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে একই দিন অবমুক্ত হিসেবে গণ্য করা হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় ও অফিস আদেশ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলায় মোট ১০৮টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এবারই প্রথমবারের মতো একসঙ্গে ৭৪ জন ইউপি সচিবকে বদলি করা হলো।
এছাড়া, গত ৬ আগস্ট জারিকৃত অপর এক আদেশে জেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত ৪০ জন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরকেও বদলি করা হয়েছে। তাদের আগামী ১৪ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাদেরও একই দিন অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।
বদলির বিষয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ নাহিদ হাছান খান বলেন, ‘দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার কারণে কাজের স্বচ্ছতা ও গতিশীলতা ব্যাহত হচ্ছিল। প্রশাসনিক স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply