
এম এ হাসান লালমোহন (ভোলা) প্রতিনিধি:
গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আগামীকাল ৫ আগস্ট বিকাল ৪টায় ভোলার বিভিন্ন উপজেলার উদ্যেগে বাংলাদেশ জামায়াতে ইসলামী গণমিছিলের আয়োজন করছেন।
“৩৬শে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন” উপলক্ষে দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবেই এই গণমিছিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে ভোলা জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রতিটি উপজেলা পর্যায়ে কর্মীদেরকে গণমিছিলে অংশগ্রহণ নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছর এই সময় রাজনৈতিক প্রেক্ষাপটে যে গণঅভ্যুত্থান ঘটেছিল তা স্মরণে রেখে জামায়াত এই দিনটিকে স্মরণ করছে।
জেলার বিভিন্ন স্থানে ইতিমধ্যে গণসংযোগ, লিফলেট বিতরণ এবং কর্মীসভা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দলীয় সূত্র।
© All rights reserved © 2023
Leave a Reply