1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গৌরীপুরে নৌকাকে হারিয়ে এবার লাঙ্গল বিজয়ী! - Stbanglatv.com
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন

গৌরীপুরে নৌকাকে হারিয়ে এবার লাঙ্গল বিজয়ী!

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৪ Time View

 

আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-

ময়মনসিংহের গৌরীপুরে লাঙ্গল প্রতীকের প্রার্থী উপজেলা জাতীয়পার্টির সভাপতি শামছুজ্জামান জামালকে সহনাটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ময়মনসিংহ সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল বিচারক পবন চন্দ্র বর্মণ দেয়া আদেশে এ রায় ঘোষণা করা হয়। একই আদেশে নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থী ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেলকে বিজিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ/২০২৫) বিষয়টি নিশ্চিত করেন বিজয়ী প্রার্থী শামছুজ্জামান জামাল।

এ প্রসঙ্গে সালাহ উদ্দিন কাদের রুবেল যুগান্তরকে জানান, এ রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করবেন। এছাড়াও সহনাটি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ৩টি কেন্দ্রের ভোট পুন:গণনার জন্য উচ্চ আদালতে তিনিও আবেদন করেছেন। সেই বিষয়টিও চলমান রয়েছে।

জানা যায়, উপজেলার সহনাটি ইউনিয়ন পরিষদের নির্বাচন ২০২১সনের ২৬ডিসেম্বর অনুষ্ঠিত হয়। নির্বাচনের রির্টানিং অফিসার ও তৎকালীন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. কামাল হোসেন এ ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের প্রার্থী মো. সালাহ উদ্দিন কাদের রুবেলকে ৬হাজার ২৭৮ ভোটে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিদ্বন্দ্বি প্রার্থী উপজেলা জাতীয়পার্টির সভাপতি শামছুজ্জামান জামালের লাঙ্গল প্রতীকে ৬হাজার ২৫২ ভোট পান। এছাড়াও চেয়ারম্যান প্রার্থী মো. দুলাল আহমেদ চশমা প্রতীকে ৪হাজার ৫৪৭জন, মো. হান্নান হাতপাখা প্রতীকে ৩৯৬ ভোট, আব্দুল মান্নান গোলাপ ফুল প্রতীকে ১৩১ ভোট ও হারুন অর রশিদ ঘোড়া প্রতীকে পান ৬৬ ভোট। এ ইউনিয়নের ২৩হাজার ১২৩ ভোটের মধ্যে ১৭হাজার ৯৪০জন ভোটাধিকার প্রয়োগ করেন। যার শতকরা হার ৭৭.৫৯শতাংশ।

এ ফলাফলের বিরুদ্ধে ময়মনসিংহ সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। ভোট পুণ:গণনায় উপজেলা জাতীয়পার্টির সভাপতি শামছুজ্জামান জামালের লাঙ্গল প্রতীকে ৬হাজার ২২৪ ভোট ও নৌকা প্রতীকের প্রার্থী মো. সালাহ উদ্দিন কাদের রুবেল ৫হাজার ৯৫৮ ভোট পান। উপজেলার সহনাটী ইউনিয়নের গিধাউষা গ্রামের মৃত ইন্তাজ আলীর পুত্র মো. শামসুজ্জামান জামালকে ২৬৬ ভোট পেয়ে বিজয়ী ঘোষণা করা হয়। ট্রাইব্যুানালের বিচারক পবন চন্দ্র বর্মণ গত ২৮ জানুয়ারি এ আদেশ দেন। এ আদেশে ৩০দিনের মধ্যে গেজেট প্রকাশসহ শপথ গ্রহণের ব্যবস্থা গ্রহণের জন্য সচিব বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা কে নির্দেশ দেয়া হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফারুক মিয়া যুগান্তরকে জানান, এধরণের কোনো আদেশের পত্র এখন পর্যন্ত মঙ্গলবার (১১মার্চ/২৫ বিকাল সাড়ে ৩টা পর্যন্ত) দপ্তরে আসে নাই। আদেশ পাওয়া গেলে বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগ ব্যবস্থা নিবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি