বাবুল আকতার,সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ তরমুজ একটি অত্যন্ত রসালো পানি সরবরাহকারী ও পুষ্টিকর ফল । চলছে মাহে রমজান আবার শীতের আমেজ শেষে গরম পড়তে শুরু করেছে। এমন সময় ইফতারের অত্যন্ত অনুষঙ্গ রসালো মজাদার ফল তরমুজের শরবত দিয়ে অনেকেই রোজা ভাঙ্গেন। ইফতারের খাদ্য তালিকায় তরমুজের মতো রসালো ফল রাখতে চান। সম্প্রতিক সময়ে গরম এবং রমজানের কারণে বাংলাদেশের মৌসুমী ফল তরমুজের চাহিদা বেড়েছে ব্যাপক, একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দামও। যা সাধারণ নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাইরে । এ নিয়ে অনেক ক্রেতা অসন্তোষ প্রকাশ করছেন। এরই পরিপ্রেক্ষিতে নওগাঁ জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয় সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় সাপাহার উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব সেলিম আহমেদ ন্যায্য মূল্যে তরমুজ বিক্রয় শুরুর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন ভোক্তরা তরমুজ খেতে চায় কিন্তু দাম বেশি হওয়ায় অনেক নিম্ন আয়ের মানুষ কিনতে পারছেন না। এই মাহে রমজানে যেন সকল শ্রেণি ও পেশার মানুষেরা ন্যায্য মূল্যে কিনতে পারে এবং এর মাধ্যমে মানুষকে দেখাতে চান তরমুজের দাম বেশি না কিন্তু বেশি দামে বিক্রি হচ্ছে। আবার শুধু কম দাম নয়, কোয়ালিটি নিশ্চিত করতেও তিনি বদ্ধ পরিকর। তাছাড়া এটি সিন্ডিকেট ভাঙ্গার একটি বড় উদ্যোগ বলে তিনি মনে করেন।এ সময় তিনি সাংবাদিকদের কে বলেন সিন্ডিকেটের তথ্য গণমাধ্যমে আরও বেশি করে তুলে ধরতে হবে। সেক্ষেত্রে উপজেলায় কোথাও সিন্ডিকেটের তথ্য পেলে সেটি ভাঙতে আমরা দেরি করব না। তিনি উপজেলায় জিরো পয়েন্টে একটি সুলভ মূল্যের তরমুজ বিক্রয় কেন্দ্রে ৩৫ টাকা দরে প্রতি কেজি তরমুজ বিক্রয়ের শুভ উদ্বোধন করেন। এরপর পর তরমুজ কেনার জন্য ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ করা যায়।এ সময় ক্রেতাদের প্রশ্ন করা হলে তারা বলেন যেখানে বাজারে তরমুজ বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে কেজিতে সেখানে মাত্র ৩৫ টাকা দরে কেজি তরমুজ কিনতে পেয়েছি এবং পণ্যের গুণগত মান অনেক ভালো। তারা আরো বলেন এই মহৎ ও ব্যতিক্রমী উদ্যোগের জন্য উপজেলা নির্বাহী অফিসারের মঙ্গল কামনা করেন। তারা আরো বলে এর ফলে অনেক গরীব মানুষ তরমুজ কিনতে পারবে। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা আইসিটি অফিসার জনাব মোস্তাকিম হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জনাব মোঃ আলমগীর হোসেনসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, ভোক্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
© All rights reserved © 2023
Leave a Reply