মোঃ আতাউর রহমান,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জে সিংড়া জাতীয় উদ্যানে আগুন লাগিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে গেছে ৭ একরের বেশি বনের ভিতর সৃজিত বেত বাগানের বেত গাছ। ফলে বিপুল অংকের ক্ষতির আশংকা করেছেন বন কর্মকর্তা গয়া প্রসাদ পাল। সোমবার ৩ মার্চ’২০২৫ দুপুর দেড় টার দিকে উপজেলার সিংড়া জাতীয় উদ্যানের উত্তরাংশে প্রবেশ পথ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কে বা কাহারা গহিন বনের ভিতরে আগুন লাগিয়ে পালিয়ে যায়, শুকনা পাতায় লাগা আগুনের লেলিহান শিখা দাও দাও করে জ্বলতে দেখে স্থানীয়রা ছুটাছুটি করতে থাকে, জানতে পারে বন কর্তৃপক্ষ। বীরগঞ্জ ফায়ার সার্ভিসে সংবাদ দেয়া হলে তারা উপস্থিত হয়ে দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে আগুন নিভানো কাজে ব্যস্ত ছিল। ভোগনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রাজিউর রহমান রাজু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিংড়া বিট কর্মকর্তা গয়া প্রসাদ রায় বলেন তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যাচ্ছে না তবে প্রায় ৭ একর বেত বাগান ও বাগানের শুকনা শাল গাছ পুড়ে গেছে।
© All rights reserved © 2023
Leave a Reply