হোসেনপুরে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক
নিজস্ব প্রতিবেদক
হোসেনপুর উপজেলারএকাধিক স্থানে পাগলা কুকুরের কামড়ে অর্ধশতাধিক পথচারীকে কামড়িয়ে আহত করার খবর পাওয়া গিয়াছে।
বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) গভীর রাত থেকে গতকাল শুক্রবার ২০ ডিসেম্বর দুপুর পর্যন্ত অর্ধ শতাধিক লোককে কামড়িয়ে আহত করেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই চিকিৎসা নেওয়ার বিষয়ে ১৪ জনের বিষয়ে নিশ্চিত হওয়া গেলেও এর সংখ্যা আরোও বেশি বলে জানা যায়। আহতদের অনেকই বিভিন্ন ফার্মেসী থেকে চিকিৎসা নিয়ে বাড়ি চলে যাওয়ায় আহতের সঠিক সংখ্যা সুনিশ্চিত করে জানা যায়নি। বৃহস্পতিবার রাতে উপজেলার মাধখলা গ্রাম থেকে কুকুরে কামড়ানো লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। পর দিন গতকাল শুক্রবার সকালে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে মুসল্লীরাও কুকুরের কামড়ানোর শিকার হন পৌর সদরের ঢেকিয়া ও দ্বীপেশ্বর এলাকার লোকজন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও )ডা. মো.তানভীর হাসান জিকো ১৪ জনের নাম নিশ্চিত করেন। তাঁরা হলেন; মনি (৮) তানভির (১৩) মাহিন (৩০) ফরিদ (৪২) মনজিলা (৩৫) রুমি (১০) সরলা (৫০) লুৎফা (৫০) করিমা (৬০) মুনজুর (২০) জেসমিন (৫০) শারমিন (২২) শামিম (৩৭) নোহা (৫)।
© All rights reserved © 2023
Leave a Reply