নিজস্ব প্রতিবেদকঃহোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মস্তোফা সারোয়ার। বুধবার সন্ধায় সুরাটি ফাজিল মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিযদের চেয়ারম্যান জহিরুল ইসলাম মবিনের উপস্থিত প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন। এর আগে সিদলা ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ৯টি ওয়ার্ড হতে ২১ জন ভোটারসহ মোট ১৮৯জনকে ভোটার করা হয়। এর মধ্যে ১৬৭জন গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। এতে সভাপতি পদে ১২৭ ভোট পান ও সাধারণ সম্পাদক ৮৯ ভোট পেয়ে বিজয়ী হন। এছাড়াও সাংগঠনিক পদে আবুল বাশার ৭৯ ভোট পেয়ে বিজয়ী হন। বুধবারের এ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, হোসেনপুর উপজেলার বিএনপির যুগ্মআহ্বায়ক এ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েল, হোসেনপুর পৌর সাবেক মেয়র মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন, সাহেদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাসিম সবুজ, গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম হিমেল, জিনারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, এ.আই.খান শিবলু, সেলিম মাহবুব সবুজ ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ।
© All rights reserved © 2023
Leave a Reply