নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের হোসেনপুরে আমন ধান ক্ষেতে মাচা পদ্ধতিতে লাউ চাষ করে ব্যাপক সাড়া ফেলেছে গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামের আল আমীন নামে এক যুবক।
আল আমীন পেশায় একজন অটোরিকশা চালক। অটোরিকশা চালানোর পাশাপাশি তিনি বিভিন্ন প্রকার সবজি চাষাবাদ করেছেন। তার স্ত্রী তাকে চাষাবাদে সাহায্য করে থাকেন।
চলতি মৌসুমে আল আমীন প্রায় ১০ শতাংশ জমিতে লাউ চাষ করেছেন, সেখানে বড় দুটি মাচা করেছেন। কাদা বৃষ্টির কথা মাথায় রেখে বেড পদ্ধতিতে কয়েক প্রজাতির হাইব্রিড জাতের লাউ গাছ রোপণ করা হয়েছে।মোট চারটি বেড রয়েছে দুটি চারা প্রতি। প্রায় তিন ফুট দূরত্ব রেখে রোপন করেছেন চারা।
শতক প্রতি ৪০০-৭০০ টাকা খরচ হয়েছে। ৪০-৪৫ দিন পর্যন্ত ভালো ফলন দেয়। এর পরে ফলন কমতে থাকে। এ জন্য ৪ মাস পর নতুন করে লাউ গাছ রোপণ বা অন্য কোন ফসলের চাষ করতে হয়। লাউ সারা বছর চাষ করা যায়। সব খরচ বাদ দিয়ে আল আমীনের এবছর প্রায় ২০ – ৩০ হাজার টাকা লাভ করবেন বলে ধারণা করছেন।
আল আমীন জানান, শখের বসে গত বছর পরিক্ষামূলক লাউ চাষ করি এবং সফলতা পাই, এ বছর প্রায় ১০ শতাংশ জমিতে লাউ চাষ করেছি,রোগ বালাই ও অন্যান্য সমস্যা ইউটিউব দেখে নিজে নিজেই সমাধান করি। সব খরচ বাদ দিয়ে এ বছর লাউ চাষে আমি প্রায় ২০-৩০ হাজার টাকা আয় করতে পারব বলে আশা করছি।
হোসেনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহজাহান কবির বলেন, অটোরিকশা চালানোর পাশাপাশি কৃষি কাজ এটা অতি উত্তম। আল আমীনকে পরামর্শসহ সবরকম সহযোগিতার আশ্বাস দেন তিনি।
© All rights reserved © 2023
Leave a Reply