গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের ষোলগাই গ্রামে গত শুক্রবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ষোলগাই গ্রামের মো. সেকান্দর আলীর স্ত্রী মোছা. সাফিয়া বাদী হয়ে গৌরীপুর থানার অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জের ধরে গত শুক্রবার রাত ৮টার দিকে মৃত মুন্নাফের পুত্র মো. নয়ন মিয়া, জলিল মিয়ার পুত্র মো. রাজিব মিয়া, রেজাকের পুত্র মো. শামীম, দুদু মিয়ার পুত্র মো. পলাশ মিয়া ও মো. আকাশ মিয়ার নেতৃত্বে বসতঘরে হামলা ও বাড়িতে ভাংচুর করে। হামলাকারীরা এলোপাতাড়িভাবে বাইরাইয়া ও কুপাইয়া ব্যাপক ক্ষতিগ্রস্থ করে। সাফিয়ার স্বামী সেকান্দর আলী জানায়, হামলাকারীরা ঘরের জানালা ও টিনের বেড়া ভাংচুর করে প্রায় ৬০হাজার সম্পদ ক্ষতিগ্রস্থ করে। এছাড়াও ঘরের ট্রাংকে রক্ষিত ২লক্ষ ৮০হাজার টাকা লুট করে নিয়ে যায়।
© All rights reserved © 2023
Leave a Reply