1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জনকল্যাণে মানবিক মহিমার উজ্জ্বল দৃষ্টান্তে ভিডিপি জসিম উদ্দিন - Stbanglatv.com
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন

জনকল্যাণে মানবিক মহিমার উজ্জ্বল দৃষ্টান্তে ভিডিপি জসিম উদ্দিন

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৬৭ Time View

 

আনোয়ার হোসেন,পানছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের বাংলাদেশ আনসার ও ভিডিপির ইউনিয়ন দলনেতা মোঃ জসিম উদ্দিন সামাজিক সেবার মাধ্যমে এলাকায় এক অনন্য উদাহরণ হয়ে উঠেছেন। তিনি নিজের উদ্যোগ ও ব্যক্তিগত খরচে ২নং চেঙ্গি ইউনিয়ন থেকে ১নং লোগাং ইউনিয়নে স্কুল শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে একটি সাকু নির্মাণ করে স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করেছেন।

 

সাধারণ মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ এই জনদরদী ব্যক্তি শুধু সেতু নির্মাণেই সীমাবদ্ধ থাকেননি। একই ইউনিয়নের আনসার কোম্পানি কমান্ডার জমীর উদ্দিনও এই সামাজিক কাজে তার সহযাত্রী হিসেবে পাশে দাঁড়িয়েছেন।

 

মোঃ জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন। তিনি একজন পরোপকারী ও সমাজসেবক হিসেবে সমাজে সুপরিচিত। কৃষিকাজের পাশাপাশি তিনি নিয়মিতভাবে অসচ্ছল পরিবারকে সহায়তা করেন, চিকিৎসা সহায়তা ও শিক্ষার্থীদের সহায়তাও প্রদান করেন।

 

সাম্প্রতিক সময়ে, গত ২২ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে তিনি লোগাং বাজারের নুরানী মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যশস্য বিতরণ করেন। তার এই উদ্যোগে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করে বলেন, “জসিম উদ্দিন শুধু একজন আনসার ভিডিপি সদস্য নন, তিনি আমাদের সমাজের আপনজন।”

 

তার এধরনের কর্মতৎপরতা বাংলাদেশ আনসার ও ভিডিপির নামকে আরও উজ্জ্বল করেছে এবং স্থানীয় তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। সমাজকল্যাণে নিজের শ্রম, অর্থ ও সময় ব্যয় করে মোঃ জসিম উদ্দিন প্রমাণ করেছেন, ইচ্ছা ও উদ্যোগ থাকলে একজন মানুষও বড় পরিবর্তন আনতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি