
মিয়া মোহাম্মদ ছিদ্দিক,কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পৌর এলাকা রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা বিষয়ক এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বিকালে অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিল্পপতি মাহমুদুল ইসলামের সভাপতিতেত্ব এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ ইউসুফ মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন,একাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফ,বিদ্যালয়ের বর্তমান এডহক কমিটির সভাপতি হাদিউল ইসলাম বকুল, সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান ও অভিভাবক সদস্য নজরুল ইসলাম প্রমোখ ব্যাক্তিবর্গ।
মত বিনিময় সভায় অতিথিরা বলেন, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। মানসম্মত শিক্ষা ছাড়া একটি জাতি কখনো উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। এজন্য প্রয়োজন যোগ্য শিক্ষক, আধুনিক ও প্রযুক্তিনির্ভর পাঠদান, ব্যবহারিক শিক্ষা এবং নৈতিকতার চর্চা।শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে সরকার, অভিভাবক, শিক্ষক, সমাজ এবং শিক্ষার্থীদের একসাথে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব নয়।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল আলম,সিনিয়র শিক্ষক মোঃ ফখর উদ্দিন ভূঞা (ইমরান),মাহবুবুর রহমান দিদার,সহকারী শিক্ষক মস্তুফা কামাল, মনোয়ারা বেগম,আফসানা জামিল,জসিম উদ্দিন,হাফিজুল হক,ওমর ফারুক,নন্দীতা রানী সরকার,শাহরিন সুলতানা,সায়েম খান ও রৌশনা বেগম।
অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিল ৯ম শ্রেনীর শিক্ষার্থী ফারজানা আক্তার।
© All rights reserved © 2023
Leave a Reply