লিয়াকত হোসেন জনী মধুপুর, টাঙ্গাইল:
টাঙ্গাইলের মধুপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন এর সাথে মধুপুর প্রেসক্লাবের নবগঠিত কার্যকরি কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২১আগষ্ট) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন মধুপুর উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। মধুপুরের উন্নয়নমুখী কার্যক্রম সফল ভাবে পরিচালনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন, ক্লাবের সহ-সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান, সহ-সাধারণ সম্পাদক নাজিবুল বাশার, কোষাধ্যক্ষ লিয়াকত হোসেন জনী, দপ্তর সম্পাদক লিটন সরকার, প্রচার সম্পাদক মেহেদী হাসান বকুল, কার্যকরি সদস্য হাবিবুর রহমান, জাহিদুল কবীর জুয়েল, রাজিবুল ইসলাম রিয়াজ এবং সংবাদকর্মী আব্দুল হাকিম। এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোস্তাফা হোসাইন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইমরান হোসেন।
© All rights reserved © 2023
Leave a Reply