মোঃ দুলাল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অজ্ঞাতনামা
এক মহিলার গলাকাটা লাশ উদ্ধার করেছে গোমস্তাপুর থানা পুলিশ।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ :
সোমবার (১৮ আগষ্ট) রাত অনুমান ৮ টার সময় লোকমুখে জানা যায় যে, গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউপি এলাকার জুগিবাড়ী বুড়িতলা সাকিনস্থ জনৈক মোঃ সাদিরুল ইসলাম (৪০), (সাবেক চেয়ারম্যান)
এর আম বাগানের মধ্যে অজ্ঞাতনামা একজন মহিলার গলাকাটা লাশ পড়িয়া আছে। উক্ত সংবাদ পাইয়া দ্রুত ঘটনাস্থল সাদিরুল ইসলামের আমবাগানের ভিতরে যাইয়া পশ্চিম-পূর্ব শিয়রি অবস্থায় অজ্ঞাতনামা একজন মহিলার গলাকাটা লাশ দেখিতে পাওয়া যায়। লাশটির দুই হাত লম্বালম্বি কোমরের সাথে লাগানো, বাম পা ভাঁজ করা এবং ডান পা লম্বা অবস্থায় আছে। ঘটনস্থলে উপস্থিত হইয়া অজ্ঞাতনামা মহিলার সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়। ঘটনাস্থালের আশেপাশে অনুমান ৫/৭ গজ দূরে আমবাগানের ভিতর লাশের সেন্ডেল, চাবির ছড়া জব্দতালিকা মূলে জব্দ করা হয়। উক্ত অজ্ঞাতনামা মহিলার লাশ ৩০/৪০ ঘন্টা পূর্বে গলা কেটে হত্যা করিয়া লাশ বর্ণিত স্থানে ফেলিয়া রাখিয়া যায় মর্মে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওদুদ আলম জানান, স্থানীয় সংবাদের ভিত্তিতে অজ্ঞাতনামা মহিলার
মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
© All rights reserved © 2023
Leave a Reply