জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দীর্ঘ ১৮ বছর পর আগামী ১৯ আগস্ট ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা বিএনপির সম্মেলন। এ সম্মেলনকে কেন্দ্র করে নেতা–কর্মীদের মধ্যে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে।
সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। প্রার্থীরা তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত যোগাযোগ রক্ষা করছেন এবং সামাজিক মাধ্যমসহ নানা মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন।
দলীয় সূত্রে জানা যায়, সম্মেলনে ৫৬৮ জন কাউন্সিলরের ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক ও দুইজন সাংগঠনিক সম্পাদকসহ মোট চারজন নেতা নির্বাচিত হবেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।
গোরা-কারিম প্যানেল
সভাপতি পদে শেখ কামরুল ইসলাম গোরা (ছাতা প্রতীক)
সাধারণ সম্পাদক পদে শেখ শরিফুল কামাল কারিম (কলস প্রতীক)
সাংগঠনিক সম্পাদক পদে খান লিয়াকত আলী (মাছ প্রতীক)
নোমান আলী মেহেদী (গোলাপ ফুল প্রতীক)
কামরুজ্জামান-পলাশ প্যানেল
সভাপতি পদে মো. কামরুজ্জামান (আনারস প্রতীক)
সাধারণ সম্পাদক পদে ইফতেখার আহমেদ পলাশ (ফুটবল প্রতীক)
সাংগঠনিক সম্পাদক পদে মুশফিকুজ্জামান রিপন (আম প্রতীক)
আলমগীর কবির (সাইকেল প্রতীক)
দুই প্যানেলের প্রার্থীরা জানিয়েছেন, বিএনপি একটি বড় দল হওয়ায় নেতৃত্বের প্রতিযোগিতা থাকবেই। তবে কাউন্সিলরদের ভোটে যে নির্বাচিত হবেন, তাকে সবাই সহযোগিতা করবেন। দিন শেষে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করাই হবে সবার অভিন্ন লক্ষ্য।
সম্মেলন ঘিরে প্যানেল দুটির মধ্যে উত্তেজনা থাকলেও এখন পর্যন্ত সংঘাতের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
© All rights reserved © 2023
Leave a Reply