1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাগেরহাটে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত - Stbanglatv.com
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন

বাগেরহাটে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২০ Time View

 

জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি

আজ (১৮ আগস্ট ২০২৫) সোমবার, পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাগেরহাট জেলা পুলিশের জুলাই/২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলার পুলিশ সুপার জনাব মোঃ তৌহিদুল আরিফ।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধের চিত্র পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মুহাম্মদ মহিদুর রহমান।

অপরাধ পর্যালোচনা সভায় জুলাই/২০২৫ মাসের অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা রুজু ও নিষ্পত্তি, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত অগ্রগতি, ওয়ারেন্ট ও সমন তামিল, আলামত ও অপমৃত্যু মামলার দ্রুত নিষ্পত্তি, ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভায় পুলিশ সুপার তৌহিদুল আরিফ বলেন, “সাধারণ জনগণ যাতে হয়রানি ছাড়াই তাৎক্ষণিক প্রত্যাশিত সেবা পায় তা নিশ্চিত করতে হবে।” তিনি গোয়েন্দা নজরদারি বাড়ানো, আগাম তথ্য সংগ্রহের উপর গুরুত্ব আরোপ করেন এবং নিয়মিত মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার নির্দেশ দেন।

এছাড়া তিনি প্রতিটি ইউনিয়নে স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন ও সাধারণ জনগণের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা আয়োজনের নির্দেশ দেন। এলাকার আইনশৃঙ্খলা স্থিতিশীল রেখে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার পাশাপাশি দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার মাধ্যমে জনগণের আস্থা অর্জনের জন্য উপস্থিত কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

সভায় জেলার সকল সার্কেল অফিসার ও থানার অফিসার ইনচার্জ (ওসি) উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি