মোঃ আতাউর রহমান,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব হরিসভা পরিদর্শন করেন সবেক এমপি আখতারুজ্জামান মিয়া।
১৭,আগস্ট ২৫,রবিবার রাত সারেআটটায়
খানসামার ৬নং গোয়ালডিহি ইউনিয়ন নলবাড়ী বড় ডাঙ্গা হরিসভা পরিদর্শন করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য দিনাজপুর ৪, খানসামা ও চিরিরবন্দর সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া। এসময় তাঁর সঙ্গে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও গোয়ালডিহি ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব মোসলেম উদ্দিন সরকার গোয়ালডিহি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ও গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন।
উপজেলা যুবদলের সদস্য সচিব ওবাইদুর রহমান মুন্সী,,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুবেল ইসলাম, সেচ্ছাসেবক দলের আহবায়ক লোকমান হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের আহবায়ক বাবু কেশব কর সহ ইউনিয়ন যুগ্ম আহবায়ক মাসুদ ইকবাল চৌধুরী মডার্ন,যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বাবু,ইউনিয়ন যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান,সহ বিভিন্ন পর্যায়ের নেতারা হরিসভা পরিদর্শনে যান।
হরিসভা পরিদর্শনকালে আখতারুজ্জামান মিয়া হরিসভার কমিটি ও হিন্দু সম্প্রদায়ের সিনিয়র ব্যক্তীবর্গদের সঙ্গে কুশল বিনিময় করেন।
হরিসভা পরিদর্শনে গিয়ে তিনি দলের চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষেও শুভেচ্ছা জানান তিনি। এ সময়ে তিনি হিন্দু সম্প্রদায়ের ও হরিসভার সকল বৃন্দদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরিদর্শন শেষে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে সাবেক এমপি আখতারুজ্জামান মিয়া বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা হাজার বছর ধরে মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টানসহ সকল ধর্মাবলম্বী একত্রে অত্যন্ত শান্তিপূর্ণভাবে বাস করছি। আমরা এদেশে কখনও সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেইনি।
তিনি বলেন, আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি এবং থাকব।
পরে তিনি আরো বলেন, অসাম্প্রদায়িক দেশ বিনির্মাণে এ দেশের সব ধর্মের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল। অথচ আওয়ামী লীগ স্বাধীনতার ৫০ বছরে এসে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে দেশকে একনায়কতন্ত্র রাষ্ট্রতে পরিণত করতে চেয়েছিলো।
আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তারা মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে আটকে রেখেছিকো। একই ভাবে মিথ্যা মামলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও প্রবাসে জীবন কাটাচ্ছেন।
তাছাড়া ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার এদেশের গনতন্ত্র কামী হাজার হাজার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের নির্যাতন করছে।
বাংলাদেশের মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য, অন্যায়কে পরাজিত করে ন্যায় ও সত্যকে প্রতিষ্ঠা করার জন্য।
আমরা শপথ নেব আগামী দিনে সকল অশুভ শক্তিকে পরাজিত করে সত্য ও ন্যায়ের মানবিক মুল্যবোধকে প্রতিষ্ঠা করার।
© All rights reserved © 2023
Leave a Reply