
হাকিমপুর উপজেলা প্রতিনিধি মোঃওয়াজ কুরনী
দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ঢাকা গামী নাবিল পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলে বাসের পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
আজ শনিবার (১৪ জুন) আনুমানিক ভোর ৪টা ২০ মিনিটে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম- ঠিকানা জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হক জানান, দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নূরজাহানপুর এলাকায় আম বোঝাই কয়েকটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি ট্রাককে স্বজরে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসের পাঁচ জন যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন। পরে স্থানীয় হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, হতাহতের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের লোকজন এসে উদ্ধার কার্যক্রম চালায়। নিহত ও আহতদের নাম- ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। এব্যাপারে থানায় মামলা করা হবে বলে জানান তিনি।
© All rights reserved © 2023
Leave a Reply